গাভীর দুধ বৃদ্ধির জন্য করনীয়ঃ





1) ওরাকেল-ভেট সিরাপ দেশি গাভী হলে 100 মিলি, বড় গাভী হলে 150 মিলি করে দিনে 1বার,

2) এ মিল্ক-ভেট 2টা ট্যাবলেট দিনে 1বার করে,

3) এভেইলা 4 পাউডার প্রতিদিন 4 গ্রাম করে 1বার খাবারের সাথে দিতে হবে,

4) প্রচুর পরিমানে ঘাস দিতে হবে,

5) পুষ্টিকর দানাদার খাদ্য সরবরাহ করতে হবে,


দুধের গাভীর পুষ্টিকর খাদ্যের মিশ্রণের তালিকাঃ


1) গমের ভুষি 20 কেজি

2) ভুট্টার ভুষি 20 কেজি

3) তিল/বাদাম/সয়াবিন এর খৈল 10 কেজি

4) ধানের কুড়া 15 কেজি

5) চালের মিহি কুড়া 10 কেজি

6) মশুরের ভুষি 10 কেজি

7) ছোলাবুট /মটরের ভুষি 10 কেজি

8) ডিসিপি 2 কেজি

9) ডিবি 2 কেজি

10) লবণ 1 কেজি


মোট 100 কেজি খাদ্যের তালিকা।


উল্লেক্ষিত পরামর্শ সঠিক ভাবে ফলো করলে গাভীর দুধ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ্!

 

Leave a Comment