পোকার ইংরেজি নাম Tomato Fruit Borer.
পোকার বৈজ্ঞানিক নাম Helicoverpa armigera.বর্গ: লেপিডোপ্টেরা।
পোকা চেনার উপায়:
১. পূর্ণবয়স্ক মথ স্থূলাকার হলুদ বর্নের।
২. কীড়া বেলুনাকার, সবুজ রঙের ও লম্বাকৃতির ছাই রঙের দাগ
আছে।, পুত্তলী গাঢ় বাদামী, দেহের পেছনে লম্বাকৃতির ধারালো
কাঁটা আছে।
ক্ষতির লক্ষণঃ
১. এই পোকা ফল ছিদ্র করে ভিতরের অংশ খায়।
২. ফলের বৃন্তে ও ফলে আংশিক বুজে যাওয়া ছিদ্রের উপস্থিতি
দেখা যায়।
৩. ফলের ভিতর জলীয় গর্তে পোকার বিষ্ঠা, সুড়ঙ্গপথ ও পচা
অংশ চোখে পড়ে।
প্রতিকার ব্যবস্থাঃ
অর্গানিক সমাধান :
১. আগাম চাষ করা।
২. আক্রান্ত ফল সংগ্রহ করে নষ্ট করে ফেলা।
৩. ফেরোমন ফাঁদ ব্যবহার করা।
রাসায়নিক সমাধান:
১. ফিপ্রোনিল (৬%)+ থায়ামেথোক্সাম (১২%) গ্রুপের কীটনাশক
প্রতি লিটার পানিতে ০.৫ মি.লি হারে মিশিয়ে গাছ ভালভাবে
ভিজিয়ে স্প্রে করতে হবে।
২. সাইপারমেথ্রিন (১০%) গ্রুপের কীটনাশক প্রতি লিটার
পানিতে ১.০ মি.লি হারে মিশিয়ে গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে
করতে হবে।
৩. কারটাপ গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ১.২ গ্রাম
হারে মিশিয়ে গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
৪. এমামেকটিন বেনজয়েট (৫০%) গ্রুপের কীটনাশক প্ৰতি
লিটার পানিতে ১.০ গ্রাম হারে মিশিয়ে গাছ ভালভাবে ভিজিয়ে
স্প্রে করতে হবে।
Leave a Comment