আমরা যারা আলু চাষের সাথে জড়িত তারা সবাই আলুর কাটুই পোকা সম্পর্কে অবগত। কাটুই পোকা বেশ শক্তিশালী, ৪০-৫০ মিলিমিটার লম্বা।
পোকার উপর পিঠ কালচে বাদামী বর্ণের, পার্শ্বদেশ কালো রেখাযুক্ত এবং বর্ণ ধূসর সবুজ।
এ পোকা রাতে চারার গোড়া কেটে ফেলে এবং এতে চারা ঢলে পড়ে অথবা শুকিয়ে মারা যায়। ডিম ফুটে বের হয়ে এর কীড়া পাতার বাইরের ত্বক অংশ খেয়ে ফেলে।
👉 আলু গাছ লাগানোর ২০-২৫ দিন বয়সে চারা অবস্থাতেই কাটুই পোকা আক্রমণ করে।
👉 দিনের বেলায় এই পোকা মাটির নীচে বা আবর্জনার ভিতরে লুকিয়ে থাকে এবং রাতে চারাগাছের কাণ্ড কেটে দেয় ও পাতা খেয়ে ফেলে।
👉 এছাড়া বীজ রোপণের ৪০-৫০ দিন পরে আলু গজানোর পরও কাটুই পোকা আলুর ক্ষতি করতে পারে।
👉 এমনকি আলু তোলার আগ পর্যন্ত এই পোকার আক্রমণ হতে পারে।
🥔🥔 আলুর কাটুই পোকা দমনে এসিমিক্স ৫৫ ইসি একটি কার্যকরী সমাধান।
এসিমিক্স ব্যবহারের সুবিধা
👉 একের ভিতর দুই অর্থাৎ মাটির ওপরের এবং নীচের ক্ষতিকারক পোকাসমূহ দমন করে এবং অন্যান্য কীটনাশকের তুলনায় অনেক বেশি কার্যকরী।
👉 স্পর্শ ক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায় ।
👉পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়।
👉 শ্বাসরোধক গুনসম্পন্ন কীটনাশক যা পোকাকে নিশ্চিত ভাবে দমন করে ফসলকে সুরক্ষা প্রদান করে।
প্রয়োগের নিয়মঃ
👉 প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য ২০ মি লি বা একরে ২০০ মি লি প্রয়োগ করতে হবে।
👉 চারা অথবা বাড়ন্ত অবস্থায় জমিতে পোকা দেখা গেলে একরে ৪০০ মি লি প্রয়োগ করতে হবে।
👉 চারা রোপনের সময় মাটিতে স্প্রে করতে হবে এবং অবশ্যই বিকেলে বা সন্ধ্যায় স্প্রে করতে হবে।
#এসিআই_ক্রপ_কেয়ার #এসিমিক্স_৫৫_ইসি
Leave a Comment