ধানের জমিতে যতো কুশি/পাশকাটি হবে ততো ফলন বেশি হয় এটা সত্য।

কিছু অসাধু সার ও কীটনাশক ডিলারদের কু-পরামর্শে কৃষকদের মাঝে তৈরি হ‌ওয়া ভুল ধারণা গুলো তুলে ধরার পাশাপাশি সঠিক পরামর্শ দেওয়া হয়েছে এই পোস্টে।


আপনি নিজে সতর্ক হোন এবং আপনার আশেপাশের কৃষকদের সতর্ক করুন।


❌ ভুল ধারনা: 

      যতো বেশি পানি রাখা যাবে ততোই বেশি 

      কুশি/পাশকাটি হবে।

✅ সঠিক উত্তর: 

      চারা রোপণের প্রথম ১২ দিন একটানা পানি 

      রাখতে হবে। ১২-৫৫ দিন পর্যন্ত জমি শুকিয়ে 

      পানি দিবেন। ৫৫ দিন থেকে দানা শক্ত পর্যন্ত 

      একটানা পানি রাখবেন। দানা শক্ত থেকে কর্তন 

      পর্যন্ত জমিতে সেচ দেওয়া যাবে না।


❌ ভুল ধারণা:

      থিয়োভিট দিলে কুশি/পাশকাটি বৃদ্ধি হয়!!

✅ সঠিক উত্তর:

      চারা রোপণের ১২-১৫ দিনে একবার, ২৫-৩০ 

      দিনে একবার এবং ৪৫-৫৫ দিনে একবার 

      ইউরিয়া সার উপরি প্রয়োগ করলে অধিক 

      পরিমাণে কুশি/পাশকাটি বৃদ্ধি পাবে।


❌ ভুল ধারণা:

      ধানের জমিতে ম্যাগনেসিয়াম এবং বোরণ সার 

      দিলে অধিক ফলন হয়।

✅ সঠিক উত্তর: 

      ধান চাষে ম্যাগনেসিয়াম এবং বোরন সার 

      ব্যবহারের প্রয়োজন নেই। মাটিতে যে পরিমাণ 

      ম্যাগনেসিয়াম এবং বোরন আছে তা ধানের 

       সর্বোচ্চ উৎপাদনের জন্য যথেষ্ট।


❌ ভুল ধারণা:

      বিএডিসি ডিএপি সারের চেয়ে বাংলা ডিএপি 

       সার অধিক কার্যকরী কারণ বাংলা ডিএপি 

       সারের দাম বেশি।

✅ সঠিক উত্তর:

      সকল ডিএপি সারের কার্যকারিতা এক‌ এবং 

      দামেও এক । সকল ডিলার সরকারের 

      নির্ধারিত দামে বিক্রি করতে হবে।


❌ ভুল ধারণা:

      চিকন ইউরিয়া সার ব্যবহারে জমিতে কুশি বেশি

       উৎপাদন করে এবং জমি অধিক সময় সবুজ 

       থাকে।

✅ সঠিক উত্তর:

      চিকন দানা ইউরিয়া সার দ্রুত সময়ে গলে পানির 

      সাথে মিশে যায় এবং বাতাসে উড়ে যায়। মোটা 

      দানা ইউরিয়া সার গলতে বেশি সময় নেয় ফলে 

      গাছ বেশি সময় ধরে নাইট্রোজেন গ্রহণ করতে

       পারে, অপচয় কম হয়।


❌ ভুল ধারণা:

      জীপসাম/জীপসার দিলে গাছের পাতা বড় হয়ে 

      যায় চিটা হয়।

✅ সঠিক উত্তর:

     জীপসাম না দিলে কচি পাতা হলুদ হয়ে যায়।

     ধান চাষে সঠিক মাত্রায় জীপসাম সার ব্যবহারে 

     গাছের পাতা সবুজ থাকে এবং গাছের বৃদ্ধি 

     সঠিকভাবে হয়। গাছ সহজে হেলে পরে না।


❌ ভুল ধারণা:

      ১০ সারি পরপর একসারি ফাঁকা রাখা মানে 

      লোঘো রাখলে ফলন কম হয়। মতো বেশি ঘন

      করে রোপন করা হবে ততো বেশি ফলন হবে।

✅ সঠিক উত্তর: 

      লোঘো রাখলে আলো বাতাস চলাচল বেশি হয়। 

      রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়।

      ইঁদুরের আক্রমণ কম হয়। সঠিক দূরত্বে চারা 

     রোপণ করলে সবগুলো গাছ সঠিকভাবে আলো 

     বাতাস পাবে এবং সবগুলো গাছেই সমান শীষ

      আসবে।


❌ ভুল ধারণা:

     সকাল বেলা বালাইনাশক স্প্রে করলে কম 

      পানিতে বেশি পরিমাণে বালাইনাশক মিশিয়ে 

      স্প্রে করলেও সমস্যা নেই কারণ ধানের পাতায়

       লেগে থাকা পানির সাথে মিশে মাত্রা ঠিক হয়ে 

       যাবে।

✅ সঠিক উত্তর:

     ধানের পাতা ভেজা অবস্থায় স্প্রে করলে 

     বালাইনাশক পাতায় না লেগে মাটিতে পরে 

     যাবে ফলে কাজ হবে না।


❌ ভুল ধারণা:

      সারের সাথে ছত্রাকনাশক, কীটনাশক এবং 

      পিজিআর মিশিয়ে ছিটালেও কাজ হবে।

✅ সঠিক উত্তর:

      সারের সাথে কীটনাশক, ছত্রাকনাশক মিশানো 

     ঠিক নয়। এতে কীটনাশক এবং ছত্রাকনাশকের

     কার্যকারিতা হ্রাস পায়।

     ধান চাষে পিজিআর স্প্রে করার প্রয়োজন নেই।



Leave a Comment